| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জি |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
ছোট থেকেই আম্মু নামাযের জন্যে তাগাদা দিতেন। ছোট থেকেই পড়া হয়। ২ বছর যাবত আরো সচেষ্ট হয়েছি। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
জি চলি আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
পারি তবে সহিহ করে শিখছি |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
বোরখা , নিকাব , পা মোজা |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
নাই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
হ্যাঁ |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
চশমা ব্যবহার করি |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
না |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
উঁচু কবর হারাম। মাজার হারাম। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
বেলা ফুরাবার আগে, সত্যের জয় হলো , প্যারাডক্সিক্যাল সাজিদ, ডাবল স্ট্যান্ডার্ড ইত্যাদি |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
শায়েখ আহমাদুল্লাহ, জাকির নায়েক , ওস্তাদ নোমান আলী খান , মুফতি মেনক ইত্যাদি |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
আরবী লিখতে পারি, ক্যারিগ্রাফি করা হয়, ছবি আঁকা, লেখা লেখি , রান্না করা , ক্রাফটিং , সাইক্লিং ইত্যাদি |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
সকল প্রসংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্যে, আমি তার একজন ক্ষুদ্র অতি সাধারন মানুষ। অনেকবারেই তাকে ভুলে গিয়ে পার্থিব জীবন নিয়ে চরম ব্যস্ততায় দিন পার করেছি। তবুও তিনি আমায় ভুলে যাননি বারবার পথ দেখিয়েছেন। যদিও আমি ইসলাম নিয়ে খুবই স্বল্প পড়াশুনাই করেছি তবুও ইসলাম আমার কাছে কেবল ধর্ম নয় এটা একটা অত্যধুনিক টেকনোলোজি। যেই টেকনলোজি এতটাই পাওয়ারফুল যে পার্থিব জীবনের সকল সমস্যার নিখুত সমাধান রয়েছে এতে। একদম খাঁটি নির্ভুল সমাধান। ১৪০০ বছর আগে আল্লাহর নিকট থেকে আসা সর্বশেষ বিধানে সায়েন্স এমন ভাবে জরানো যেন যতই ইসলাম সম্পর্কে জানা যায় ততই তার ঝলকে চক চক করে ওঠে চারপাশ।
পাহাড় প্রেমী মানুষ আমি, সবকিছু নিয়েই একটু বেশি ভাবি। অভারথিংকার ইন আ গুড ওয়ে কারন আমি হতাশায় ভুগি না,আলহামদুলিল্লাহ। আমার যে কাজ মন থেকে আসে না সেটা করতে পারিনা, কেউ জোর করলে প্রেসার মনে হয়। বই পড়তে ভালো লাগে, ছবি আঁকি, গজল গান করি, আর স্পষ্টভাষী, নতুন রেসিপি রান্না করতে ভালোবাসি৷ নিজেও লিখালিখি করি ভবিষতে বই প্রকাশের ইচ্ছা আছে ছন্দনামে। বিঃদ্রঃ গল্প ও কবিতা লিখি। পড়াশুনা নিয়ে একটু সিরিয়াস, অনুজীব বিজ্ঞানে গবেষনা করার ইচ্ছে আছে, বাকিটা আল্লাহ জানেন। নামায কাযা হলে কিছুটা হতাশ হয়ে পড়ি তখন এলোমেলে লাগে সব কিছু। আর আমি শারীরিকভাবে খুব বেশি এনার্জেটিক না বিষয়টা আমাকে কষ্ট দেয় যেহেতু আমি ঘুরতে ভালোবাসি। আমি ইন্ট্রাভার্ট মানুষ বেশি পছন্দ করি, অতিরিক্ত বোকা কথা বলা আমার পছন্দ নয়। তবে এক্সভার্ট মানুষ অপছন্দ এমন নয়, কেবল গীবত করা অপছন্দের। মানুষের দোষ নিয়ে কথা বলতে অপছন্দ করি, তবে আমার কারো কোনো বিষয় খারাপ লাগে সরাসরি সে ব্যক্তিকেই জানিয়ে দেয়ার চেষ্টা করি এরপরেও একই কাজ করলে আমি তাকে ইগনোর করি। মজা করার উদ্দেশ্যে হলেও কাউকে খোঁচা দেয়া অপছন্দের। হয়তো আমি কিছুটা কমপ্লিকেটেড মাইন্ডেড তাই আমার তেমন কোনো বান্ধবী নেই। যারা আছে তাদের সাথে তেমন গভীর বন্ধুত্ব নেই। বন্ধুত্ব জিনিসটা আমার কাছে খুবই স্পেশাল তেমন কাউকে পাইনি হয়তো তাই, এজন্যেই আমার ইচ্ছে আমার জাওজ আমার বন্ধু হবেন, আমাকে গুছিয়ে বুঝবার ফুসরত তার থাকবে। নিজের খারাপ গুণ কত আছে হয়তো জানিনা, তবে যেটা জানি তা হলো আমি খুব আনিমে (জাপানিজ কার্টুন) দেখি, আল্লাহ মালুম কবে ছাড়তে পারবো। আমি কখনো কখনো অনেক কথা বলি, কখনো কখনো কথা একেবারে মিলিমাল থাকে। তবে কথা বলার মনের মতন মানুষ পেলে গল্প করতে বসে যাই। যদিও আমি মিশুক প্রকৃতির মানুষ তবে ভার্সিটিতে গেলে কারো সাথে তেমন একটা কথা বলিনা তাই অনেকেই ইন্ট্রভার্ট মনে করে। আমার জীবনে তেমন কোনো আক্ষেপ নেই, উপরন্তু যা আছে আমার তার জন্যেই আলহামদুলিল্লাহ। আমি জানুয়ারি ২০২৫ এ সেকেন্ড ইয়ার এ উঠেছি, আমার ইচ্ছে ফোর্থ ইয়ার ফাইনাল অবদি অথবা থার্ড ইয়ার ফাইনাল অবদি বিয়ে হওয়ার পরেও আব্বু আম্মুর কাছেই থাকা (যেহেতু আমাদের প্রাইভেট ভার্সিটি সেহেতু সেশন জট ধরনের কিছু আমাদের নেই) যদি না আমার জাওজের আপত্তি থাকে। যদি আপত্তি থাকে তাহলে সে ক্ষেত্রে তিনি যেখানে রাখবেন সেখানেই থাকবো। আমার জাওজ যদি স্টুডেন্ট হন তাহলে তাকে আমার পড়াশুনার খরচ বহন করতে হবে না। আর সামর্থ থাকলে করতে পারেন উনার ইচ্ছে। অনেক কথাই এখানে লেখা সম্ভব না তবে যা না লিখলেই না তাই লেখা হলো। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
সালাফি[আহলে হাদিস] |
| নজরের হেফাজত করেন? (Required) |
হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
একটি উন্নতমানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ইচ্ছে রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
পছন্দের কাজ করে। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
মাঝে মাঝে ঘর গুছানো , রান্না বান্না , ছোট বোনের দেখা শোনা ইত্যাদি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) |
তারা সমান নয় । দুনিয়াতে তাদের ভুমিকা আলাদা আলাদা। তবে নায্য অধিকার দেয়া উচিত। |